ঢাকা: ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক অর্থ সম্পাদক এমদাদুল হক খানের ওপর হামলাকারী খোরশেদ আলম মাসুদ ও তার সহযোগী ইয়াসিন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত মাসুদ ও তার সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. রহমত উল্লাহ রনী আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিনি আবেদনে বলেন, আটককৃতদের ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হবে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আটককৃতদের কারাগারে পাঠান।
জানা গেছে, আগামীকাল তাদের জামিন শুনানির কথা রয়েছে।
গত ২৭ জানুয়ারি রাতে মগবাজারের ভাড়া বাসায় মাসুদ তার সহযোগীদের নিয়ে সাংবাদিক এমদাদুলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন হাতিরঝিল থানায় মামলা করেন সাংবাদিক এমদাদুল হক খান।
আরও পড়ুন-