Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফারি পার্কে ফের জেব্রার মৃত্যু, একমাসেই মারা গেল ১০টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৮:২৬

গাজীপুর: শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি মাসে এখন পর্যন্ত ১০টি জেব্রা মারা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে পুনরায় বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক আরও জানান, শনিবার সকালে দু’টি জেব্রা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক দু’টি জেব্রাকেই চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটিকে সুস্থ করার জন্য চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারির জোনে আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। ব্যাকটেরিয়ার সংক্রমণ ও প্রজননকালীন মারামারিতে জেব্রাগুলো মারা গেছে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এমও

জেব্রা জেব্রার মৃত্যু টপ নিউজ সাফারি পার্ক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর