Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার সফলভাবে করোনা প‌রি‌স্থি‌তি মোকাবিলা করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৯:১২

নারায়ণগঞ্জ: সরকারের আন্তরিকতার কারণেই সফলভাবে করোনা প‌রি‌স্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে উল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সফলভাবে করোনা প‌রি‌স্থি‌তি মোকাবিলা করেছে। সরকারের আন্তরিকতার কারণেই এটা সম্ভব হয়েছে।’

শ‌নিবার (২৯ জানুয়ারি) বিকা‌লে উপজেলার ভুলতা এলাকায় রূপগ‌ঞ্জ পপুলার হস‌পিটাল অ্যান্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌র লি‌মি‌টেড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘দে‌শের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর স্বাস্থ্যসেবা জনগণের হাতের নাগালে পৌঁছে গে‌ছে। সরকারের পাশাপাশি সেবার মান বৃদ্ধি করার লক্ষে সবাইকে এগিয়ে আস‌তে হ‌বে।’

এসময় মন্ত্রী, দেশের সব বেসরকারি হাসপাতালগুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুর র‌হিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, নৌপ‌রিবহন মন্ত্রনাল‌য়ের যুগ্মস‌চিব প্রদীপ কুমার, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগ‌ঞ্জ পপুলার হস‌পিটাল অ্যান্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌র লি‌মি‌টেডের চেয়ারম্যান সু‌স্মিতা নি‌য়োগীসহ অনেকে।

সারাবাংলা/এমও

করোনা পরিস্থিতি পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী মোকাবিলা


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর