মেক্সিকোর মধ্যাঞ্চলের যাত্রীবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ জানুয়ারি) জেলিস্কো রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
দেশটির জরুরি সহায়তা বিভাগ এক টুইটে জানিয়েছে, দুর্ঘটনার পর উল্টে যাওয়া ভ্যানের ভেতরে আটকা পড়েছিলেন আরোহীদের সাতজন।