ঘোড়াঘাটের ৪ ইউপিতে ভোট, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী
৩০ জানুয়ারি ২০২২ ১৮:৫৮
দিনাজপুর: দেশের বাকি ২১৪টি ইউনিয়ন পরিষদের মতো দিনাজপুরের ঘোড়াঘাটের চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হবে আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি)। ষষ্ঠ ধাপের এই ইউপি নির্বাচনে ঘোড়াঘাটের চার ইউপিতে প্রথমবার ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনি সমাগ্রী।
রোববার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিনসহ অমচোনীয় কালি এবং অন্যান্য নির্বাচনি সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে করে নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান।
দিনাজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক বলেন, আগামীকাল (সোমবার) ষষ্ঠ ধাপে ঘোড়াঘাটের চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হবে। নির্বাচনের যাবতীয় সামগ্রী কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি প্রায় শেষ।
এ নির্বাচনে চারটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট ২৫ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৮টি কেন্দ্রে মোট ভোটার ৭৮ হাজার ৪৪৩ জন।
সারাবাংলা/টিআর