১২ বছর বয়সীরাও পাবে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
৩০ জানুয়ারি ২০২২ ১৯:০৮
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলছে। নিয়মিত ভ্যাকসিন কর্মসূচির পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। তবে এখন শুধু শিক্ষার্থীরাই নয়, ১২ বছর বা এর বেশি বয়সী সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন কার্যক্রম বর্তমানে যেভাবে চলছে, সে পদ্ধতিতেই ১২ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে।
শিশু-কিশোরদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন কার্যক্রম বর্তমানে যেভাবে চলছে, সে পদ্ধতিতেই ১২ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রে গেলেই ভ্যাকসিন পাবে। যদি কোনো কাগজপত্র থাকে তবে সেটি দেখালে আমরা ভ্যাকসিন দেব। যদি কিছু নাও দেখাতে পারে তবে তাদেরকেও আমরা ফেরত দেব না।
বিভিন্ন দেশেই ভ্যাকসিনের বয়সসীমা পাঁচবছর করা হয়েছে, বাংলাদেশেও এমন কোনো পরিকল্পনা আছে কি না? — সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের বয়সসীমা পাঁচ বছর করার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা পর্যালোচনা করে আমাদের জানাবে বলে জানিয়েছে। তাদের থেকে আমরা বার্তা পেলেই ভ্যাকসিনের বয়সসীমা পাঁচ বছরে নামিয়ে আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ভ্যাকসিন কর্মসূচির পরিচালক ডা. শামসুল হকসহ অন্যরা।
সারাবাংলা/এসবি/একে