পুকুর ভরাট করে জরিমানা গুণল দু’জন
৩০ জানুয়ারি ২০২২ ২১:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পুকুর ভরাটের অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। রোববার (৩০) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক ইশরাত রেজা তাদের জরিমানা দেওয়ার আদেশ দেন।
সংস্থার উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানান, সম্প্রতি পরিবেশ অধিদফতরের একটি টিমের পরিদর্শনে দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়া এলাকায় ও চরপাড়া এলাকায় পৃথক দু’টি পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়। পুকুর দু’টি ভরাটের সঙ্গে জড়িত ওই এলাকার বাসিন্দা নুরুল আফসার ও আবু বক্করকে পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছিল।
রোববার শুনানি শেষে নুরুল আফসারকে ৩৪ হাজার ৫৯ টাকা এবং আবু বক্করকে ১৪ হাজার ৬৫৭ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন পরিচালক। এছাড়া অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত তরল বর্জ্য ফেলে খাল ও কর্ণফুলী নদী দূষণের অপরাধে নগরীর পূর্ব বাকলিয়ায় আনন্দ কেমিক্যালস ইন্ডাস্ট্রি নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ২৪ টাকা জরিমানা করা হয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম