Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসোলেশন ১০ দিন, কর্মস্থলে ফিরতে লাগবে না সনদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ২১:৩৩

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত হলে আক্রান্তদের আগে ১৪ দিন আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তবে এখন থেকে ১০ দিনের আইসোলেশন করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে আক্রান্তদের জ্বর ভালো হয়ে গেলেও আগে কর্মস্থলে ফিরে যেতে আরটি-পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার প্রয়োজন থাকলেও সেখানে এখন পরিবর্তন এনেছে প্রতিষ্ঠান। নতুন নির্দেশনা অনুযায়ী, আক্রান্তদের জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গগুলো চলে গেলে ১০ দিন পরে আবার কাজে ফিরে যেতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়ালি আয়োজিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনা পরীক্ষায় পজিটিভ এলে আমরা এখন ১০ দিনের জন্য আইসোলেশনের কথা বলব। জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গগুলো চলে গেলে ১০ দিন পরে তিনি আবার কাজে ফিরে যাবেন। আগে শর্ত হিসেবে আরটি-পিসিআর সনদ নিয়ে যেতে হতো। সেটি আপাতত আমরা স্থগিত রাখছি।’

তিনি আরও বলেন, ‘ওমিক্রনের উপসর্গ নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, অবসন্নতা, হাঁচি, গলাব্যথা, কাশি। এই উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাবেন। এখন শীতের কারণে ঠাণ্ডা লাগতে পারে।’

ডা. নাজমুল বলেন, ‘যদি কারও গলা ভেঙে গেছে বা কাঁপুনি দিয়ে জ্বর আসছে— এমন উপসর্গ দেখা যায় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করিয়ে যার প্রয়োজন তাকে হাসপাতালে যেতে হবে, যার ক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করা সম্ভব, তিনি সেভাবে চিকিৎসা গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘ওমিক্রন বা ডেল্টা যা-ই বলেন না কেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। করোনা থেকে সেরে উঠে অনেকেই দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন।’ তাই করোনামুক্ত হওয়ার পরও চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র।

সারাবাংলা/এসবি/পিটিএম

আইসোলেশন ১০ দিন সনদ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর