Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া প্রেসক্লাবে সভাপতি নয়ন সম্পাদক মিন্টু নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ২২:০৩

বগুড়া:  ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাব নির্বাচনে মাহমুদুল আলম নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন মিন্টু ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমজাদ হোসেন মিন্টুর নিকটতম প্রতিদ্বন্দ্বি মমিনুর রশিদ সাইন পেয়েছেন ৪৭ ভোট।

রোববার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক। ফলাফলে দেখা যায়, নয়ন-মিন্টু প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি ৩টি পদে মাসুদুর রহমান রানা, আব্দুস সালাম বাবু ও এস এম কাওসার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। যুগ্ম সম্পাদক ২টি পদে তোফাজ্জল হোসেন ১০৪ ভোট ও সাজেদুর রহমান সিজু ভোট ৯৭ পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাজ্জাদ হোসেন পল্লব, তিনি পেয়েছেন ৭৯ ভোট।

দফতর সম্পাদকের ১টি পদে শফিউল আযম কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, কোষাধ্যক্ষ ১টি পদে কমলেশ মহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে লতিফুল করিম, পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৯টি পদে আবুল কালাম আজাদ ঠান্ডা, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য শংকর, চপল সাহা, তানসেন আলম, নাজমুল হুদা নাসিম, আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে নয়ন-মিন্টু প্যানেল বিজয়ী হয়েছে। যুগ্ম সম্পাদক ২টি পদের ১টি, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ১টি সহ কার্যনির্বাহী ৯টি পদের মধ্যে ১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর