Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট দিতে এসে করোনা নিয়ে ফিরতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৩:২৫

মানিকগঞ্জ: শিবালয় উপজেলার বাউলকান্দি গ্রামের রুমা আক্তার। উলাইল ইউনিয়নের আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। ভোটের লাইনে দাঁড়িয়ে তার আশঙ্কা, ভোট দিতে এসে করোনা নিয়ে বাড়ি ফিরতে হবে।

সোমবার (৩১ জানুয়ারি) দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

তিনি বলেন, গাদাগাদি করে মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়েছে, এতে খুব ঝুঁকি মনে হচ্ছে।

এ সময় পাশের লাইন থেকে আসমা বেগম নামে একজন বলেন, করোনা ফরোনা কিছুই নাই। করোনা আমাগো কিছুই করতে পারব না।

সরেজমিনে উলাইল ইউনিয়নের আমডালা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী-পুরুষের লাইনে কোনো ধরনের স্বাস্থ্যবিধির বালাই নেই। সামাজিক দূরত্ব তো দূরের কথা, অনেকের মুখে মাস্ক পর্যন্তও নেই।

একই ইউনিয়নের কাঁকরোল ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে ভোট দিতে আসা বেশিরভাগ নারী-পুরুষের মুখে মাস্ক নেই। নারী

উত্তরখান পুর এলাকার মমতাজ বেগম জানালেন, আতঙ্ক নিয়েই ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তিনি।

উল্লেখ্য, মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নের ৭১টি ভোটকেন্দ্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির বালাই নেই।

সারাবাংলা/এএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর