Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা, ক্লাস অনলাইনে

জাবি করেসপন্ডেট
৩১ জানুয়ারি ২০২২ ১৭:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৮:৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে সব ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ক্লাস অনলাইনে চলমান থাকবে।

রোববার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস, তত্ত্বীয়, মৌখিক, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড প্রোগ্রাম সশরীরে নেওয়া যাবে। এ ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এর বাইরে মৌখিক পরীক্ষাগুলো পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অনলাইনে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে চালিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে ক্লাস-পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় সরকারঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল জাবি প্রশাসন।

সারাবাংলা/টিআর

অনলাইন ক্লাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর