Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের মৃত্যু

সারাবাংলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২ ২০:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম মারা গেছেন।

নগর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ৯১ বছর বয়সে সোমবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম। তিনি ছয় ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংসদ আশিকউল্লাহ রফিক, এবিএম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন হাজারী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

সারাবাংলা/আরডি/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর