Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাডার থেকে হারিয়ে গেছে জাপানের এফ-১৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২ ২০:৩৭

জাপানের আকাশ প্রতিরক্ষা বিভাগ (এএসডিএফ) জানিয়েছে, তাদের একটি এফ-১৫ মডেলের যুদ্ধবিমান আকস্মিক রাডার থেকে হারিয়ে গেছে। সোমবার (৩১ জানুয়ারি) জাপানের কোমাতসু বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর এটি রাডার থেকে হারিয়ে যায়।

এএসডিএফ জানিয়েছে, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এটি জাপান সাগরের উপর উড়ন্ত অবস্থায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে স্থান থেকে রাডারের সঙ্গে বিমানের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা বিমানঘাঁটি থেকে ৫ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে অবস্থিত।

ওপর এক বিবৃতিতে এসডিএফ জানিয়েছে, সমুদ্রের ওই এলাকায় সন্ধান চালানো হয়েছে। ওই স্থানে কিছু বস্তু ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তবে তা যুদ্ধবিমানের সঙ্গে সম্পর্কিত কি না তা জানা যায়নি।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর