Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলকুচিতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ২১:৫৫

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ইউএনও আনিসুর রহমান এবং মেয়র সাজ্জাদুল হক রেজা, ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলাতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এ সময় সরকার ঘোষিত স্বাস্থবিধি না মানায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌর এলাকায় হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে আনিসুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার বিধিনিষেধ জারি করেছে। যারা এসব বিধিনিষেধ না মেনে চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযানে ১২জনের কাছ থেকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে পথচারীদেরকে মাস্ক পরার জন্য উদ্ধুদ্ধ করার জন্য বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়েছে।

এ সময় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর