Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিজে চালানো ২টি বোয়িং-৭৩৭ কিনে নিচ্ছে বাংলাদেশ বিমান

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ২২:১০

ঢাকা: আয়ারল্যান্ডের সেলেসটিয়াল এভিয়েশন ট্রেডিং লিমিটেডের কাছ থেকে লিজে নিয়ে আসা দুটি বোয়িং-৭৩৭ কিনে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিমান। সোমবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ বিমান সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বোয়িং দুটি কিনতে গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের প্রতিষ্ঠানটির সঙ্গে বিমানের চুক্তি হয়। বিমান দুটি কিনতে করতে গুনতে হচ্ছে প্রায় ১৬৮ কোটি টাকা। এই দুটি বোয়িং বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলে রাষ্ট্রীয় বিমানের সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৮টি। যদিও বোয়িং দুটি ২০০৯ সালে লিজে বাংলাদেশে নিয়ে আসা হয়। বর্তমানে এই দুটি বাংলাদেশ বিমানের বহরে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোয়িং দু’টি ২০০১ সালে তৈরি করা ও ২০০৯ সাল থেকে ড্রাই লিজে বিমান বহরে যুক্ত রয়েছে। এই দু’টি বিমানকে পুরানো হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশ বিমানের নিজস্ব অর্থ দিয়ে বিমান দু’টি কেনা হচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং-৭৩৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর