Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ২৩:৩৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। একইসঙ্গে তার সহধর্মিনী সেলিনা মোমেনের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩১ জানুয়া‌রি) এক খুদে বার্তায় এ তথ‌্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তা‌দের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তবে তারা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন।

প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি ২০২১ সালের ১৯ ডিসেম্বর ভ্যাকসিনের বুস্টার ডোজ নেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা পজিটিভ পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর