‘২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত হতে হবে’
১ ফেব্রুয়ারি ২০২২ ০০:১১
ঢাকা: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (৩১ জানুয়ারি) এনটিআরসির মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন বেসরকারি স্কুল, কলেজ ও মাদাসায় শিক্ষক নিয়োগের সুপারিশপত্র এবং সরকারি মাধ্যমিক স্কুলের ২ হাজার ৬৫ শিক্ষকের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
নতুন নিয়োগ পাওয়া এবং কর্মরত শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা শিক্ষার মানের যে পরিবর্তন করতে চাইছি, সেখানে শিক্ষকরাই বড় ভূমিকা পালন করবে। আমরা পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পরিবর্তন করছি। শিক্ষার্থীদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছেন শিক্ষক। সে কারণেই শিক্ষককে মানসম্পন্ন হতে হবে। শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। সেজন্য আমরা প্রযুক্তির ব্যবহার ও অবকাঠামো উন্নয়নে একইসঙ্গে নজর দিচ্ছি।’
নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের নানা ধরনের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শারিরীক, মানসিক বিষয়গুলোতে নজর দেওয়া, শিক্ষার্থীদের কাউনসেলিং করা, শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ তৈরি করাসহ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের তৈরি হতে পরামর্শ দেবেন শিক্ষকরা। আর সেজন্যই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা কর্মজীবনে প্রবেশ করছেন। প্রবেশের পর দক্ষতাগুলো অর্জন করতে হবে। আজ যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন।’
ডা. দীপু মনি বলেন, ‘দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনেক বেশি। সে কারণে সঠিকভাবে শিক্ষক নিয়োগ করতে এনটিআরসিএ করা হয়েছে। এখন সেটি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে।’ অনুষ্ঠানে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। এছাড়া এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান এবং মন্ত্রণালয়েরর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিএস/পিটিএম