দেশে প্রথমবারের মতো চালু হলো করদাতা গ্যালারি
১১ এপ্রিল ২০১৮ ২২:০৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য প্রথমবারের চালু হলো ‘করদাতা গ্যালারি’। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) উদ্যোগে চালু হয়েছে এই গ্যালারি।
বুধবার (১১ এপ্রিল) বিকেলে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এই গ্যালারির উদ্বোধন করেন। একই সময়ে এলটিইউ এর নিজস্ব লোগো, ক্রেস্ট, ডাইরি, কোট পিন এবং ড্রেসের উদ্বোধন করেন তিনি।
করদাতা গ্যালারিতে ব্যক্তি শ্রেণিতে সিনিয়র সিটিজেন হিসেবে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তরুণ ক্যাটাগরিতে নাফিস সিকদার এবং সাংবাদিক হিসেবে মাহফুজ আনামের নাম রয়েছে।
অন্যান্য ক্যাটাগরিতে এম সাহাবুদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম মজুমদার ও আবু মোহাম্মদ জিয়া উদ্দিন খাঁনের নাম রয়েছে। এছাড়া এই গ্যালারীতে ২০১৭ সালে ট্যাক্সকার্ড পাওয়া খাত ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের নামও শোভা পাচ্ছে।
এদিন এলটিইউ’র লোগো ও সেরা করদাতা গ্যালারি উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। এতে এলটিইউ কমিশনার অপূর্ব কান্তি দাস সভাপতিত্ব করেন। সভায় প্রতিষ্ঠানের আওতাধীন ট্যাক্সকার্ড প্রাপ্ত ও বড় করদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বড় করদাতাদের মধ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরএফ হোসাইন, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কান্ট্রি হেড সাঈদ হাম্মাদুল করিম, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান, সিটি ব্যাংক এনএ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন রাজাশেকারান শেকর উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশী ব্যাংকের চেয়ে বিদেশী ব্যাংকে কর বেশি। ডাবল ট্যাক্স ছাড়াও কোন কোন ক্ষেত্রে তৃতীয়বার পর্যন্ত কর রয়েছে। বন্ড মার্কেট এখনও তেমন ভাবে গড়ে উঠে নি। দেশ থেকে বিদেশী ই-কমার্স (অ্যামাজন) সাইটগুলো আয় করে নিলেও তাদেরকে কোন কর দিতে হচ্ছে না।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অনেকেই বলছেন- কর্পোরেট কর কমালেও রাজস্ব কমবে না। বরং বাড়বে। এটা অনেকেরই অভিমত। তাই এই দাবিটি পর্যালোচনা করা হবে। দেশী-বিদেশী বিনিয়োগের অসামঞ্জস্যতা দূর করতেও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
ডাবল ট্যাক্স ও বন্ডে জিরো কুপন না থাকার বিষয়ে কাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংকের পরিচালকদের ট্যাক্সকার্ড দেয়া যায় কি-না তা পর্যালোচনা করা হবে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ট্যাক্স জিডিপি অনুপাত এখনও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তাই কর হার কমিয়ে রাজস্ব বাড়ানোর বিষয়টিই আগামী বাজেটে প্রাধান্য পাবে।
সারাবাংলা/ইএইচটি/এমআইএস
করদাতা গ্যালারী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান