Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু, ৪ ট্রাকে আগুন

রাবি করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১১

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকের ধাক্কায় হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এত ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকা চারটি ট্রাকে আগুন দিয়েছেন।

নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। তবে আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাত ১০টায় এ খবর লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। দমকল বাহিনীও ট্রাকের আগুন নেভানোর সাহস পায়নি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমি বিল্ডিংয়ের কাজ চলছে। কাজের নির্মাণ সামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটর সাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে হিমেল ঘটনাস্থলে মারা যান। অন্য দুজনও গুরুতর আহত হন।

হিমেলের মৃত্যর খবর জানাজানি হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সেখানে থাকা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দেন। ঘটনার এক ঘণ্টা পার হলেও প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ভিসির বাসভনের গেটের তালা ভাঙার চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘ট্রাকচাপায় শিক্ষার্থী মারা যাওয়ার খবর শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।’

সারাবাংলা/একে

টপ নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর