Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৫

হাকিমপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি উপজেলার রেলগুম্টি এলাকায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম।

তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে মাইক্রোবাস যোগে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দিতে যাওয়ার পথে বিরামপুর রেলগুম্টি এলাকায় এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপেস ট্রেনটি তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় ১০ গজ দূরে দুমড়েমুচড়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিরামপুর রেলক্রসিং গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসতেছে জানার পরই আমি গেট ফেলে দিই। তারপরও তারা মাইক্রোবাস নিয়ে গেটের একপাশ দিয়ে ভেতরে ঢুকে যায়।

সারাবাংলা/এএম

ট্রেনের ধাক্কা দিনাজপুর বিরামপুর বিরামপুর রেল স্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর