যাত্রাবাড়ীতে ব্রিফকেসে নারীর খণ্ড লাশ!
১১ এপ্রিল ২০১৮ ২১:১৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফুটপাতে পড়ে থাকা ব্রিফকেস হতে অজ্ঞাত এক নারীর খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রিফকেসটি খুলে পুলিশ দেখতে পায়, ২০/২২ বছর বয়সী এক নারীর নাভী থেকে নীচ পর্যন্ত এক টুকরো লাশ। তবে বাকী অংশ কোথায় আছে সে বিষয়ে কোনো তথ্য পুলিশের হাতে নেই।
বুধবার সকাল ১০টার দিকে ওই ব্রিফকেসটি যাত্রাবাড়ী থানাধীন কুতুবপুর বড় মাদ্রাসার সামনের মহাসড়কের ফুটপাত থেকে উদ্ধার করা হয়। ডেমরা জোনের সিনিয়র সহকারি কমিশনার ইফতেখারুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেখানকার ফুটপাতে থাকা এক সরবতের দোকানদার ব্রিফকেসটি অনেকক্ষণ ধরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে ব্রিফকেসটি উদ্ধার করে। সবার সামনে ব্রিফকেসটি খুলে খণ্ড লাশ পাওয়া যায়। পরে লাশের খণ্ডটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে। দেখে মনে হচ্ছে, লাশের খণ্ডটি পুরনো নয়। গত রাতে হত্যা করে টুকরো করা হতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় লাশের বাকী অংশটি পfওয়া গেছে, যাত্রাবাড়ী থানা পুলিশ এমন তথ্য দিলেও জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, এ ধরণের কোনো সংবাদ তার জানা নেই।
সারাবাংলা/ইউজে/এমএস