ফ্রি ফায়ারের পক্ষে হাইকোর্টে আইনি লড়াই করবে সিঙ্গাপুরের গেরিনা
২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৯
ঢাকা: ফ্রি ফায়ারসহ অনলাইনের ক্ষতিকর গেম বন্ধের রিটে পক্ষভুক্ত হতে ফ্রি ফায়ার গেমসের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের গেরিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে গেরিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের পক্ষে শুনানি করেন আইনজীবী জুনায়েদ আহমেদ চৌধুরী ও আইনজীবী তানভীর কাদের।
আইনজীবী জুনায়েদ আহমেদ চৌধুরী জানান, ২৬ অক্টোবর আমাদের প্রথম আবেদন খারিজ করেছিলেন। আজ (বুধবার) দ্বিতীয় আবেদনটি গ্রহণ করেছেন।
এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর ২০২১ সালের ১৬ আগস্ট দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর ২৫ আগস্ট এসব গেমস বন্ধের খবর আসে।
এর মধ্যে এ বিষয়ে আইনি লড়াই করতে উচ্চ আদালতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে গেমসটির নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের গেরিনা অনলাইন প্রাইভেট লিমিটেড।
২০২১ সালের ২৪ জুন মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এ রিট করা হয়।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
সারাবাংলা/কেআইএফ/এনএস