বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক চালক নিহত
২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৬
বান্দরবান: রুমা সড়কে রোয়াংছড়ির মুরুং বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এতে রুমা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
নিহত চালকের নাম আবদুল গফুর (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ের হাসিম পাড়ার দারুল ইসলাম।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় বান্দরবান রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি চাল বোঝাই ট্রাক বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে রোয়াংছড়ির মুরুং বাজারের আগে বেইলি ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। এতে ব্রিজের ওপর ট্রাকটি উল্টে পড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় ও পুলিশ মিলে ট্রাকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। ব্রিজ ভেঙে পড়ায় বান্দরবান রুমা সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার বলেন, বান্দরবান থেকে চাল বোঝাই ট্রাক ব্রিজে ওঠার পর ব্রিজ ভেঙে ট্রাকটি উল্টে গিয়ে চালক মারা গেছেন।
সারাবাংলা/এএম