Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ৬০

আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১২

কঙ্গোতে জঙ্গি হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশের সাভো ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার গোষ্ঠী ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উভয় সূত্রই স্থানীয় লেন্দু জঙ্গিদের জোট সিওডিইসিও-কে (কোডেকো) এ ঘটনার জন্য দায়ী করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইতুরি প্রদেশে কয়েকশো সাধারণ নাগরিক হত্যা করেছে জঙ্গিজোট কোডেকো। জঙ্গিরা আরও কয়েক হাজার মানুষকে ওই প্রদেশ ছাড়তে বাধ্য করেছে। সর্বশেষ হামলাটিও সাভো ক্যাম্প উচ্ছেদ অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে।

সাভো ক্যাম্পের বাসিন্দা লোকনা বেলে লুসা রয়টার্সকে বলেন, আমি তখন শুয়েছিলাম। হঠাৎ কান্নার শব্দ পেলাম। তার কয়েক মিনিট পর গুলির শব্দ। তখন আমি পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেই। সে সময় সাহায্যের জন্য বহু মানুষের চিৎকার, কান্না শুনতে পাই। আমি বুঝতে পারি, কোডেকো জঙ্গিরা হামলা করেছে।

তিনি বলেন, পরে আমরা মৃতদেহগুলো গুণে দেখি ৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীর সভাপতি বানজা বাভি নিহতের সংখ্যা ৬৩ বলে জানিয়েছেন।

সারাবাংলা/আইই

কঙ্গো কোডেকো টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর