Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাল্টাপাল্টি গু‌লি’, সেনা কর্মকর্তাসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৯

নিহত সেনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান

বান্দরবা‌ন: জেলার রুমা জোনে সেনাবাহিনী ও জনসংহতি সমিতির (জেএসএস) পাল্টাপাল্টি গুলিতে এক সেনা কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য । বুধবার (২ ফেব্রুয়ারি) রাত  ১১টার দিকে রুমার ব‌থি পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তি‌নি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সি‌নিয়র ওয়া‌রেন্ট অফিসার ছিলেন।

আহত সেনা সদস‌্যর নাম মো. ফি‌রোজ। তাকে বৃহস্পতিবার সকালে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ত‌বে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত‌ জেএসএস সদস‌্যদের নাম পাওয়া যায়‌নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ‌্যায় ২৮ বী‌রের অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রে‌জি‌মে‌ন্টের সি‌নিয়র ওয়া‌রেন্ট অফিসা‌র হাবিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থে‌কে একটি বিশেষ টহল পাখই পাড়ায় যায়। সেখা‌নে গিয়ে সেনা টহল দল জান‌তে পা‌রে ব‌থিপাড়া এলাকার আস্তানায় সন্তু বা‌হিনীর সদস‌্যরা অবস্থান কর‌ছে। প‌রে টহল দলটি ব‌থি পাড়ায় গে‌লে সেনাদের লক্ষ‌্য ক‌রে গু‌লি ক‌রে সাত থেকে আট জন সন্ত্রাসী পা‌লানোর চেষ্টা করলে সেনা সদস‌্যরাও পাল্টা গু‌লি চালা‌য়। এসময় মাথায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে মো. হাবিবুর রহমান মারা যান এবং আরেক সেনা সদস‌্য পায়ে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে আহত হয়। প‌রে ঘটনাস্থল থে‌কে তিন জেএসএস সদস্যের লাশ উদ্ধার করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি এসএমজি, ৩টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

পাল্টাপাল্টি গু‌লি সেনাকর্মকর্তাসহ নিহত ৩

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর