Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বোচ্চ বায়ুদূষণ গাজীপুরে, সর্বনিম্ন মাদারীপুর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৮

দেশের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণের পরিমাণ বেড়েই চলেছে। দূষিত বাতাসের অঞ্চলের তালিকায় গাজীপুর রয়েছে সবচেয়ে এগিয়ে। সবচেয়ে কম দূষিত বাতাসের অঞ্চল মাদারীপুর।

গবেষণা প্রতিষ্ঠান স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) দেশজুড়ে গত বছরের ৬ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত জেলা শহরগুলোতে এক গবেষণা চালায়। গবেষণায় ৭ ধরনের ভূমির ব্যবহারের উপর নির্ভর করে ৩১৬৩টি স্থানের বস্তুকণা ২.৫ মান ধরে পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করা হয়। এই বৈজ্ঞানিক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণায় দেখা গেছে দূষিত বাতাসের অঞ্চলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। দূষণের দিক থেকে গাজীপুরে বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩.৫১ মাইক্রোগ্রাম, ঢাকায় ২৫২.৯৩ মাইক্রোগ্রাম, নারায়ণগঞ্জে ২২২.৪৫ মাইক্রোগ্রাম এবং সবচেয়ে কম মাদারিপুর ৪৯.০৮ মাইক্রোগ্রাম।

সারাবাংলা/আরএফ/এসএসএ

বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর