নায়ক রিয়াজের শ্বশুরের ময়নাতদন্ত সম্পন্ন
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০০
ঢাকা: ধানমন্ডির বাসায় আত্মহত্যা করা রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৯) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শুরু হয়।
ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক জিনাত তাসনিম জানান, মরদেহের মাথার ভিতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে।
মর্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। মর্গ থেকে মরদেহ ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানের মসজিদে জানাজা হবে। পরে উনার ইচ্ছা অনুযায়ী মোহাম্মদপুর বেরীবাধ কবরস্থানে দাফন করা হবে।
এর আগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার রাত সোয়া নয়টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার ৫/এ নম্বর নিজ ফ্ল্যাটের ডাইনিং রুমে চেয়ারে বসা অবস্থায় লাইসেন্স করা একটি পিস্তল দিয়ে নিজ মাথায় ডানপাশের কানের এক ইঞ্চি উপরে গুলি করিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
আরও পড়ুন- ফেসবুক লাইভে মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা
সারাবংলা/এসএসআর/এসএসএ