Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ ঘণ্টার মধ্যে আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৯

ফাইল ছবি

ঢাকা: মডেল মুশফিকা তিনার বাবা এবং চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও ছয় ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একইসঙ্গে নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বিটিআরসিকে আগামী ৯ ফেব্রুয়ারি মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন।

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ক্যানসারে আক্রান্ত আবু মহসিন রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

আত্মহত্যার ভিডিও টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর