নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৪
নড়াইল: মাদক মামলায় রেজাউল ইসলাম রেজা (৪৫) একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নড়াইল দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম রেজা যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডার (পূর্বপাড়া) গোলাম কুদ্দুস মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার মজুমদার সিংগাশোলপুর দক্ষিণপাড়া পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে যশোর-এন-১১-০৫৯৪নং টেকার গাড়ি থামিয়ে তল্লাশি করেন। এ সময় গাড়ির যাত্রী রেজাউল ইসলাম রেজাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে জানায় তার হাতে থাকা ব্যাগে ফেনসিডিল রয়েছে।
পুলিশ সাক্ষীদের সামনে আসামির হাতে থাকা ব্যাগ থেকে ৫২ বোতল (৫.২ কেজি) ফেনসিডিল উদ্ধার করে। পরে নড়াইল সদর থানায় মামলা করা হয়।
সারাবাংলা/এমও