Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৫

নরসিংদী: শিবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শিবপুরের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর এলাকার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের মহাসড়কের পাশে গলায় চাদর পেঁচানো অবস্থায় বস্তাবন্দি দু’টি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা খবর দিলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে দুই জনকে শ্বাসরোধে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এমও

২ যুবক ঢাকা-সিলেট মহাসড়ক মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর