কলেজ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক আবুল হাসেম
৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪১
ময়মনসিংহ: যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকালে আবুল হাসেম মারা গেলে রাতে নিজ গ্রামের বাড়ি গফরগাঁয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ গ্রামের বাড়ি পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম জানাজা হয়। সাড়ে এগারোটায় গফরগাঁও সদরে সরকারি কলেজ প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। শেষে মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
সারাবাংলা/এমও