Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে তুলার গুদামে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৮

প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাখানেক হলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুনে হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকার ওই তুলার গুদামে আগুনের সূত্রপাত হয় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায়।

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পেলে গুদামের লোকজন নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার রায়হান হোসেন চৌধুরী সারাবাংলাকে জানান, গাজীপুরের শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

সারাবাংলা/টিআর

তুলার গুদামে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর