Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির আবাসিক হলগুলো থেকে পুলিশ প্রত্যাহার

রাবি করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৫

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা ক্যাম্পাসের প্রবেশদ্বারগুলোর অস্থায়ী পুলিশ বক্সে অবস্থান করবে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব জায়গায় পুলিশ অবস্থান করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে, সে পয়েন্টগুলাতে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে।’

সম্প্রতি ক্যাম্পাসে অনেকগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পাসে মাদকের সরবরাহ যেমন বেড়েছে এর সঙ্গে বহিরাগতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। বহিরাগতদের অবাধে প্রবেশ ও মাদক নেওয়ার সময় আটক করা হয়েছে। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন ছিল।

সারাবাংলা/এমও

আবাসিক হল পুলিশ প্রত্যাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর