ইরানকে দেওয়া ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার
৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:১২
ইরানের ওপর জারি করা নিষেধাজ্ঞা আবারও প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে আসার বিষয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা শুরু করার অংশ হিসেবে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছিল। খবর আলজাজিরা।
ওই চুক্তির পর রাশিয়া, চীন ও ইউরোপের দেশগুলোর কোম্পানিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে কাজ করার জন্য অনুমতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেশটিতে ক্ষমতায় আসার পর ২০২০ সালে সেই অনুমিত প্রত্যাহার করে নেয়।
ওই কর্মকর্তা বলেন, পুনরায় ইরানের সঙ্গে চুক্তি সংক্রান্ত আলোচনায় বসার জন্য এই নিষধাজ্ঞাটি প্রত্যাহার করার প্রয়োজন ছিল। যাকে আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে অভিহিত করা হয়।
তিনি বলেন, এই সপ্তাহের শেষদিকে জেসিপিওএ সংক্রান্ত কৌশলগত আলোচনা শুরু করতে এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ নিয়ে আলোচনা করার জন্য হলেও এ ছাড় দেওয়া গুরুত্বপূর্ণ, এমনকি যদি একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো নাও যায়- সারাবিশ্বের এ নিয়ে আগ্রহ আছে।
ওয়াশিংটন ডিসি ভিত্তিক গ্রুপ ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) পলিসি ডিরেক্টর রায়ান কস্টেলো বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন করেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের ফলে জেসিপিওএ মেনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে সাহায্য করার জন্য অন্য দেশগুলোকে অনুমতি দেয়৷ বিশেষ করে, এর মধ্যে ইরানের গবেষণা চুল্লির ভারী জলীয় পদার্থ আরাক’ও রয়েছে।
সারাবাংলা/এনএস