Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৮

যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় মৃতের মোট সংখ্যা শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ৯ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি করোনাভাইরাস ট্র্যাকার এ তথ্য জানিয়েছে। দেশটিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়েও কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ছিল আট লাখ।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট নতুন সংক্রমণ হ্রাস পাওয়া শুরু করলেও প্রাত্যহিক মৃতের সংখ্যা এখনো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২৪০০ মানুষ প্রাণ হারাচ্ছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, ‘দেশের কিছু এলাকায় হাসপাতালে রোগী ভর্তির এখনো অনেক চাপ রয়েছে। এসব এলাকায় আমাদের স্বাস্থ্য সেবার সক্ষমতা বাড়ানো হচ্ছে।’

আমেরিকায় এখনো প্রতিদিন বহু সংখ্যক মানুষ কোভিডে মারা যাচ্ছে কারণ একেবারে সহজলভ্য হওয়া সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর মাত্র ৬৪ শতাংশ সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছে। যদিও আর তাদের টিকাগুলো অনেক বেশি কার্যকরি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। এদিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এদিকে শুক্রবার প্রকাশিত এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে মহামারি কোভিডের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কমপক্ষে ৫৭ লাখ মানুষ এ ভাইরাসের বলি হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক্ষেত্রে প্রকৃত মৃতের সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।

সারাবাংলা/এএম

করোনা কোভিড-১৯ টপ নিউজ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর