ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির সকল ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী যুবকেরা। একইসঙ্গে রিং আইডিতে বিনিয়োগ করা টাকা ফেরত না দিলে বিষ কিনে দেওয়ার দাবি করেন তারা।
শনিবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক অনশন থেকে এই দাবি তুলে ধরেন তারা।
বরিশাল থেকে ইমরুল কায়েস নামে এক যুবক আসেন জাতীয় প্রেসক্লাবে। তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। ২০০৯ সালে রিং আইডিতে ৯ লাখ বিনিয়োগ করি। এরপর বেশ ভালো দিন কাটছিল আমার৷। কিন্তু হঠাৎ করে সকল ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় সরকার। এর ফলে আমারা যারা রিং আইডি খুলে আয় করছিলাম তারা সবাই এখন পথে বসে গেছি। ঋণ করে যারা টাকা নিয়ে অ্যাকাউন্ট খুলেছে তারা এখন বিপদে আছেন। রিং আইডির অফিসের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে সরকার অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখেছে আমাদের কিছুই করার নেই।’
তিনি আরও বলেন, ‘রিং আইডির টাকা ফেরত দাও, নয়তো বিষ দাও। মাথায় কাফনের কাপড় পড়ে অনশন বসেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে মৃত্যু ছাড়া উপায় নেই।’
মাহবুব আলম নামের আরেক যুবক বলেন, ‘আমি আড়াই লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। রিং আইডি অ্যাকাউন্ট খুলে না দিলে আমাদের মরণ ছাড়া উপায় নেই। এজন্য বাধ্য হয়ে প্রেসক্লাবে আসছে।’
বরিশাল থেকে আরেক শিক্ষার্থী নুরুল ইসলাম আসেন জাতীয় প্রেসক্লাবে। তিনি এই অনশনে অংশগ্রহণ করে বলেন, ‘প্রশাসন থেকে তদন্ত করে দেখেছেন এখানে কোনো অর্থ আত্মসাৎ বা পাচার হয়নি। তাহলে কেন ফ্রিজ করে রাখা হয়েছে। অতিবিলম্বে রিং আইডির অ্যাকাউন্ট খুলে দেওয়া হক, নাইতো কঠোর আন্দোলনে যাব আমরা।’