Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও তার স্ত্রী এমিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এ তথ্য জানিয়েছেন এরদোগান নিজে।

তিনি জানান, সম্প্রতি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি। এর পর তিনি মৃদু উপসর্গে ভুগছিলেন।

এরদোগান লিখেন, কিছুদিন মৃদু উপসর্গে ভুগার পর করোনাভাইরাস পরীক্ষায় আমি ও আমার স্ত্রীর ফল পজিটিভ এসেছে। আমরা এখনও মৃদু উপসর্গে ভুগছি। আমাদের জানানো হয়েছে, এটি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। আমরা বাড়িতে বসে কাজ চালিয়ে যাব। সবার কাছে দোয়া চাই।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৬৭ বছর বয়সী এরদোগান ইউক্রেনে সফর করেছিলেন। রাশিয়া ও ইউক্রেনের চলমান উত্তেজনায় মধ্যস্থতার বার্তা দিয়েছিলেন এরদোগান। কিয়েভে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

সারাবাংলা/আইই

এরদোগান টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর