‘১১ দফা বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে’
৬ ফেব্রুয়ারি ২০২২ ০০:০০
সিলেট: করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ ১১ দফা বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘ওমিক্রন বাড়ার পর যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা আপাতত থাকছে। তবে সংক্রমণ কমে গেলে বিধিনিষেধ তুলে দেওয়া হবে।’
স্বাস্থ্যের ডিজি বলেন, ‘সিলেট ওসমানী হাসপাতালে রোগীদের প্রচণ্ড চাপ। এই চাপ সংকুলানে একই বিভাগের একাধিক ওয়ার্ডসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। সেগুলো শেষ হলে সমস্যা থাকবে না।‘
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম