Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামির বদলে অন্যজনের সাজাভোগ: আইনজীবী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১

ঢাকা: কোতোয়ালী থানায় দায়ের করা জালিয়াতির মামলায় অ্যাডভোকেট শরীফ শাহরিয়ার সিরাজীর একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু সাঈদ চৌধুরী ওই আইনজীবীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ জানুয়ারি পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকা থেকে শরীফ শাহরিয়ার সিরাজীকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত ৪ ফেব্রুয়ারি এ আইনজীবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ মামলায় প্রকৃত আসামি মামাতো ভাই বড় সোহাগের হয়ে যাবজ্জীবন কারাভোগকারী মো. হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর রাজধানীর কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বড় সোহাগসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে গ্রেফতার হন বড় সোহাগ। ২০১৪ সালে জামিনে গিয়ে পলাতক হন তিনি। পরের বছর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে বড় সোহাগ পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সম্প্রতি প্রকৃত অপরাধী বড় সোহাগ র‌্যাবের হাতে গ্রেফতার হন।

গত ১ ফেব্রুয়ারি সোহাগ ও হোসেনকে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এ হাজির করা হয়। প্রতারণার আশ্রয় নেওয়ায় দুই আইনজীবী শরীফ শাহরিয়ার সিরাজী ও ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এএম

অন্যজনের সাজাভোগ আইনজীবী কারাগারে টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর