Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দফা দাবিতে জাবি’র ডাইনিং হল কর্মচারীদের বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩১

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডাইনিং হল কর্মচারীরা চাকরি স্থায়ীকরাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ডাইনিং হল কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় ডাইনিং কর্মচারীদের চাকরি স্থায়ী করা, চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করা ও কর্মচারীদের বিমার আওতায় আনার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি দেওয়া হয়। কর্মচারীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা পোষণ করেন।

জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ‘ডাইনিং কর্মচারীদের সেই খাবার খেয়ে আজ অনেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক, অফিসার হয়েছেন কিন্তু আজ আপনারা সে কথা ভুলে গিয়েছেন। অনেক প্রভোস্ট কমিটির সভাপতি অনেকবার কর্মচারীদের আশ্বাস দিয়েছেন কিন্তু কিছুই করেননি। ডাইনিং হল কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া না মানলে দরকার পড়লে ঘটি-বাটি নিয়ে উপাচার্যের বাসভবনে যাব।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘কর্মচারীরা রক্তকে ঘাম করেন বলেই ছাত্ররা ডাইনিংয়ে দুই বেলা খেতে পারছে। কর্মচারীদের এই যৌক্তিক দাবি যদি এখন মানা না হয়, তাদের যদি আবার মাঠে নামতে হয় তার ফল খুব ভালো হবে না।’

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির ফয়সাল বলেন, ‘৩৭ বছর হলের ডাইনিংয়ে কাজ করার পরও কর্মচারীদের চাকরি স্থায়ী করা হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে একেক জন কোটি টাকা লুটপাট করবে, অন্যদিকে হলের ডাইনিংয়ের কর্মচারী না খেয়ে থাকে। এ অবস্থা চলতে দেওয়া যেতে পারে না। স্বাধীন বাংলাদেশে এই বৈষম্য মেনে নেওয়া হবে না।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা হলের কর্মচারী রুজিনা বলেন, ‘আট বছর ধরে চাকরি করে আসছি কিন্তু এখন বেতন পাচ্ছি ছয় হাজার টাকা। স্থায়ী কর্মচারীরা যেখানে আরাম আয়েশে চলছে সেখানে এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শ্রম দিয়ে কম বেতন পাই আমরা।’

রঙমালা নামে শহীদ সালাম-বরকত হলের এক কর্মচারী বলেন, ‘৩২ বছর ধরে কাজ করে আসছি। বেতন তো খুবই সামান্য, তারপরও গতমাস থেকে আমাকে আর বেতন দিচ্ছে না।’

ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে দীর্ঘ ৩০ বছর যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছি। একের পর এক প্রভোস্ট কমিটির সভাপতি আসেন কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। নতুন কর্মচারিকে দেওয়া হয় চার হাজার আশি টাকা, আর যারা ত্রিশ বছর ধরে চাকুরি করে আসছে তাদের বেতন এখন আট হাজার চারশো আশি টাকা, ইনক্রিমেন্টও নাই। দুই বছর আগের এক আন্দোলনের ফলে যারা ৩২ বছর চাকরি করবে তাদের দেড় লাখ টাকা দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়। আবার হঠাৎ করে অনেক কর্মচারীর চাকরিও চলে যায়। যে কর্মচারী এত দিন হলে কাজ করে আসলো তার চাকরি চলে গেলে সে কী করে চলবে?’

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘কর্মচারীদের বেতন ভাতা ও চাকরির মেয়াদ নিয়ে সিন্ডিকেটের নীতিমালা আছে। সে নীতিমালায় বলা আছে তাদের চাকরির মেয়াদ ৩২ বছর অথবা তাদের ৫৫ বছর বয়স পর্যন্ত। এর আগেও কর্মচারীদের অবস্থার উন্নয়নে তাদের সঙ্গে কথা বলেছি। মাঝখানে তাদের বেতন বন্ধ ছিল উপাচার্যের নির্দেশে সেটাও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

সারাবাংলা/এমও

৩ দফা দাবি কর্মচারীদের বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাইনিং হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর