Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী জামিন পেলেন শবনম ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩২

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিনেত্রী শবনম ফারিয়া স্থায়ী জামিন পেয়েছেন। একই মামলায় গত ৩ ফেব্রুয়ারি মিথিলারও স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) আট সপ্তাহের হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শবনম ফারিয়া।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত শবনম ফারিয়ার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত ১৩ ডিসেম্বর শবনম ফারিয়ার ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ওইদিন মিথিলাও ৮ সপ্তাহের জামিন পান।

২০২১ সালের ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এআই/একে

অভিনেত্রী শবনম ফারিয়া ইভ্যালি মামলা শবনম ফারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর