Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচিং সেন্টারে যৌন নিপীড়ন: শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪২

ঢাকা: মৌচাক ক্যাডেট কেয়ার কোচিং সেন্টারে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় কাজী জামাল উদ্দিন আহম্মেদ নামে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নি.) শফিকুল ইসলাম শফিক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিরা আরা এ আদেশ দেন।

এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় একজন কলার ঢাকার মৌচাক মার্কেট এলাকা থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার এগার বছর বয়সী মেয়ে মৌচাক মার্কেটের কাছে ‘ক্যাডেট কেয়ার কোচিং সেন্টার’ নামে একটি আবাসিক কোচিংয়ের শিক্ষার্থী। গত বছরের ডিসেম্বরে তার মেয়েকে তিনি সেখানে ভর্তি করান। কয়েকদিন আগে মেয়েটি আবাসিক ওই কোচিং সেন্টার থেকে বাসায় ফেরেন। তবে এরপর আর সে কোচিং সেন্টারে যেতে চায় না। কোচিংয়ের কথা বললেই সে কান্নাকাটি করে।

পরে মেয়েটি তার মাকে যৌন হয়রানির কথা জানায়। এরপর রমনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে। ওই ঘটনায় শিক্ষার্থীর বাবা মামলা করেন।

সারাবাংলা/এআই/একে

কারাগার কোচিং সেন্টার যৌন নিপীড়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর