Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: মন্ত্রী

লোকাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২২

গাজীপুর: শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রা, ১টি বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের নিকট হতে প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে প্রাণী মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় কারও ইন্ধন আছে কিনা সেটাও খুঁজে বের করবে তদন্ত কমিটি।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু তদন্তের জন্য ইতোমধ্যে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এসময় মারা যাওয়া প্রাণীদের আবাসস্থল ও ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন মন্ত্রী।’

মন্ত্রী পার্ক পরিদর্শনকালে সঙ্গে উপস্থিত ছিলেন- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিছুর রহমান, পার্ক প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এমও

জেব্রার মৃত্যু মো. শাহাব উদ্দিন সাফারি পার্ক সিংহের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর