Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের আসতে পারে করোনার বড় ঢেউ, হুঁশিয়ারি ব্রিটিশ গবেষকদের

আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের করোনা সংক্রমণের বড় ঢেউ আসার বাস্তব সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মহামারি মডেল নিয়ে গবেষণারত ব্রিটেনের একদল গবেষক।

তবে, প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি কঠোর বিধিনিষেধের আইনি বাধ্যবাধকতা শিথিলের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, ব্রিটেনকে কোভিডের সঙ্গেই বাঁচতে শিখতে হবে।

এদিকে, দ্য সায়েন্টিফিক প্যানডেমিক ইনফ্লুয়েনজা গ্রুপ অন মডেলিংয়ের অপারেশনাল সাব গ্রুপ বলছে, মধ্য ও দীর্ঘ মেয়াদে সংক্রমণ বাড়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে নতুন ভ্যারিয়েন্টের আর্বিভাবের ওপর। এর সঙ্গে যোগ হতে পারে আগের সংক্রমণ এবং ভ্যাকসিনের মাধ্যমে তৈরি হওয়া অ্যান্টিবডির সুরক্ষা কমতে থাকা নাগরিকদের মেলামেশার ধরনের ওপর।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ওই গবেষকরা বলছেন, তাদের মডেল অনুযায়ী যে পূর্বাভাস মিলছে তা হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ ফেলতে পারে এমন বড় আকারের সংক্রমণের ঢেউ আসার বাস্তব সম্ভাবনা রয়েছে।

করোনা মহামারি শুরুর পর ব্রিটেনে এ পর্যন্ত এক লাখ ৫৭ হাজার ৭৩০ জনের মৃত্যু হয়েছে। যা বিশ্বে সপ্তম সর্বোচ্চ, এদিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

তাদের বক্তব্য অনুসারে, প্রতি বছর কোভিড পরিস্থিতির উন্নতি হতে থাকলেও, মাঝে মাঝে হয়ত এমন সময় আসতে পারে, যখন সরকারকে আবারও পিছু হটতে এবং বিধিনিষেধ আরোপ করতে হবে।

এছাড়াও, হয়তো কয়েক বছর অনেক বেশি অনিশ্চয়তায় কাটতে পারে, এবং পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকলেও ভবিষ্যতে আবার সংক্রমণের নতুন ঢেউ মাথাব্যথার কারণ হতে পারে।

সারাবাংলা/একেএম

করোনা সংক্রমণ করোনার ঢেউ