Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনশক্তি রফতানি প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খন্দকার আনোয়ারুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: প্রতারণা বন্ধে জনশক্তি রফতানির প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিদেশ যেতে প্রতারণা ঠেকাতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বিদেশে শ্রমিক নিয়োগ নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদফতররে সঙ্গে যোগাযোগ রাখেন। পাশাপাশি, না জেনে কাউকে অতিরিক্ত কোনো টাকা না দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে বিদেশে যেতে পারেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, দেশেও ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এগুলোর জন্য কর্মী পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে লাখ লাখ শ্রমিক লাগবে। কোথায় কী পরিমাণ কী কাজে শ্রমিক লাগবে তা জেনে প্রশিক্ষণ নিয়ে দেশেই আয় করার সুযোগও তৈরি হচ্ছে।

সারাবাংলা/জিএস/একেএম

টপ নিউজ মন্ত্রিপরিষদ বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর