Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান প্রবেশে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ বাংলাদেশি শিক্ষার্থীদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৯

ঢাকা: জাপান প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করতে জাপান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে অ্যাসোসিয়েশ অব জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউট ইন বাংলাদেশ (আজলিব)। সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে আজলিবের সাধারণ সম্পাদক মো. ওয়াকিল আহমেদ বলেন, প্রায় দুই বছর ধরে কোভিড-১৯ মহামারি করোনায় আটকে আছে জাপানে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় পড়তে যাওয়া শিক্ষার্থীর পাশাপাশি সবচেয়ে বড় সংখ্যক জাপানিজ স্কুলে ল্যাংগুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীরা। জাপানিজ স্কুলে ল্যাংগুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীদের সংখ্যাই সবচাইতে বেশি। জাপান যাওয়া আটকে যাওয়ায় বাড়ছে মানসিক চাপ। হতাশায় ভুগছে শিক্ষার্থী ও তাদের পরিবার। দীর্ঘদিনের ভাষা শিক্ষা ও অন্যান্য প্রস্তুতির পরও এমন থমকে যাওয়া দীর্ঘ সময়ে হতাশায় পড়ে যাচ্ছে সকল শিক্ষার্থীরা।

ওয়াকিল আহমেদ বলেন, এরমধ্যে ২০ দিনের ভিসার আবেদনের জন্য সব খোলা থাকলেও শুরু হওয়ার আগেই করোনার কারণে সব বন্ধ করে দেওয়া হয়। জানুয়ারির শেষ দিকে সরকারি বৃত্তি পাওয়া ৮৭ জন বিদেশি শিক্ষার্থীকে জাপান সরকার বিশেষ বিবেচনায় প্রবেশ করতে দিয়েছিল। আমরা জাপান সরকারকে অবহিত করতে চাই, আমাদের শিক্ষার্থীরা প্রয়োজনীয় সকল সুরক্ষা মানতে প্রস্তুত। পর্যাপ্ত টিকা, চিকিৎসকের পরামর্শ, কোয়ারেন্টাইন সবকিছু মেনেই জাপানে রওনা দিতে শিক্ষার্থীরা আগ্রহী। আমরা অত্যন্ত আশাবাদী, জাপান সরকার শিক্ষার্থীদের কথা বিশেষ বিবেচনা করবেন।

তিনি বলেন, জাপান সরকারের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশেসহ আন্তর্জাতিক সকল শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা তুলে জাপানে প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করার জন্য সবিনয় আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আজলিবের সভাপতি নুরুজ্জামানসহ আরও অনেকে।

সারাবাংলা/ইএইচটি/এএম

আজলিব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর