Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নেতা মজনুসহ ১০ নেতাকর্মী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৭

ঢাকা: বেআইনি সমাবেশ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ দশজনের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর (নি.) জাহিদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এ সময় আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

রিমান্ডে যাওয়া অপর নয় আসামি হলেন বিএনপিকর্মী মোহাম্মদ আলী মান্নান, মফিকুল ইসলাম, সোহেল শিকদার, কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মিন্টু, আনোয়ার, মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ওরফে আবুল বাসার, যুবদল কর্মী মনিরুল ইসলাম সজল ও সাদেকুর রহমান সাদেক।

রিমান্ড আবেদনে বলা হয়— আসামিরা পরস্পর যোগসাজসে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে সরকার উৎখাতের উদ্দেশ্যে বিএনপি কার্যালয় থেকে আকস্মিক মিছিল করে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে তারা দেশে অস্থিতিশীল, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অসৎ ও অভিন্ন বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে।

গত ৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রফিকুল আলম মজনুসহ ২০ জনের মত নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ওই ঘটনায় পল্টন থানার সাব-ইন্সপেক্টর কামরুল হাসান পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

নাশকতা নেতাকর্মী বিএনপি রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর