চট্টগ্রাম কাস্টম ভবন থেকে ইয়াবা-ফেনসিডিল উদ্ধার
৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:০২ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা-ফেনসিডিল উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, পরিত্যক্ত অবস্থায় সেগুলো পাওয়া গেলেও এর সঙ্গে কেউ জড়িত আছে কি না সেটি তারা খতিয়ে দেখছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর বন্দর থানা এলাকায় কাস্টমস ভবনের দোতলা থেকে ১৫৮ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘কাস্টম হাউজের দোতলায় বারান্দায় স্তূপ করে রাখা পরিত্যক্ত কাগজের বস্তার ফাঁক থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কাস্টমসের কর্মচারীরাই পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
এদিকে, কাস্টম হাউজের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেও সেখানে কীভাবে নিষিদ্ধ মাদক ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘কাস্টম কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, কারও হেফাজত থেকে ইয়াবা-ফেনসিডিলগুলো পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় সেগুলো ছিল। এরপরও সেগুলো কে বা কারা, কী উদ্দেশ্যে কাস্টম হাউজের ভেতরে নিয়েছিল সেটা আমরা তদন্ত করে দেখব।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি জাহেদুল কবীর।
সারাবাংলা/আরডি/পিটিএম