Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন: হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২১

ফাইল ছবি

ঢাকা: কিশোরগঞ্জের বাজিতপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের ঘটনা তদন্তে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক ও প্রধান নির্বাহী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

শুনানিতে বিষয়টি নিয়ে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন। এ সময় আদালত বলেন, এ ধরনের ঘটনা সহ্য করা যায় না।

গত ৩১ জানুয়ারি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এর আগে, গত ৩১ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি (শুক্রবার) রাতে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এজন্য মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া যায়নি।

পরদিন ২৯ জানুয়ারি (শনিবার) বিকেল ৩টার দিকে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মোতালেব শিকদারকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। পরে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন হাইকোর্টের রুল


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর