Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম অবৈধ ঘোষণা চেয়ে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৯

ফাইল ছবি

ঢাকা: সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যাবতীয় কার্যক্রম বেআইনি ও অকার্যকর ঘোষণা করতে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ জি এম নাজমুল সাদাতের আদালতে সুপ্রিম কোর্ট বারের সদস্য ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম মামলা দায়ের করেন। এ সময় আদালত মামলাটি আমলে গ্রহণ করে আগামী ২৪ জানুয়ারি বিবাদীদের জবাব দাখিল করতে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মামলাতে যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন— সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি জালাল উদ্দিন ও মোহাম্মদ শফিক উল্লাহ, ট্রেজারার ডা. জাফর ইকবাল, সহ-সম্পাদক সাফায়াতা সুলতানা রুমী ও মাহমুদ হাসান, সদস্য মাহফুজার রহমান রুমান, এ.বি.এম. শিবলী সাদেকীন, এস. এম ইফতাখের উদ্দীন মাহমুদ, পারভীন কাওছার মুন্সী, মিটু কুমার মণ্ডল, রেদওয়ান আহম্মেদ রনজিব এবং মুনতাছির উদ্দিন আহমেদ।

অভিযোগ থেকে জানা যায়, সুপ্রিম কোর্ট বারের ২০২০-২১ বর্ষের নির্বাচনে নির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু গত বছর ১৪ এপ্রিল মারা যান। এতে সভাপতির পদ শূন্য হয়। তার মৃত্যুর পরবর্তীতে সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটি বারের গঠনতন্ত্র মোতাবেক ৩০ কার্যদিবসের মধ্যে কিংবা অদ্যাবধি গঠনতন্ত্র মোতাবেক কোনো সভাপতি নির্বাচন করেনি। সভাপতির পদ শূন্য রেখে সম্পাদক ও ট্রেজারসহ কমিটির অন্যান্য সদস্যরা বেআইনিভাবে বারের অর্থ ব্যয় করে কার্যক্রম পরিচালনা করে আসছে।

কার্যনির্বাহী কমিটি অবৈধভাবে কাজ পরিচালনা করে প্রায় ১২ কোটি টাকা ও বারের তহবিল থেকে আরও ১৩ কোটি টাকা বিভিন্নভাবে প্রতারণা করে আত্মসাৎ করেছে। বারের সভাপতির অনুমতি ছাড়া যে কোনো ধরনের সভা আহ্বান করা অবৈধ ও অসাংবিধানিক। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা বেআইনি এবং বারের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর